বিশ্বম্ভরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লক্ষ্যে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জুলাই পুনর্জাগরণের বানীকে ধারন করে একটি মানবিক বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের শপথ বাক্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ২৬ জুলাই ) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
অনুষ্ঠান শুরুতে জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় বিভিন্ন অনুষ্ঠানমালা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. ছবাব মিয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ—সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহ রাকিব ও জান্নাত মরিয়ম।
.বক্তারা উল্লেখ করেন যে, জুলাই জাগরণের শপথ বাক্য পাঠকে ধারণ করে লাল সবুজের নতুন বাংলাদেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষ এক সারীতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. শামসুল আনোয়ার জুয়েল, কারিগরি প্রশিক্ষক শান্তি রানী পাল ও মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম।
















