সংবাদ শিরোনাম ::
বিষখালী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা বিষখালী নদী সংলগ্ন কালমেঘা ব্লক এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পাথরঘাটা থানা পুলিশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় মেলেনি।
জানা যায়, সকালে স্থানীয়রা বিষখালী নদীর কালমেঘা ব্লক এলাকায় একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। পাথরঘাটা থানা ওসি মো. মেহেদী হাসান জানান, স্থানীয়দের তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



















