বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।
উপদেষ্টা বলেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এদিন সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।
সেদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নেন। আজ এই সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিলেন। অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এম সাখাওয়াত হোসেন।