সংবাদ শিরোনাম ::
বেইজিং সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৩০ বার পড়া হয়েছে
বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিলো। ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সকল বৈঠক সম্পন্ন হওয়ায় ১১ জুলাই আনুষ্ঠানিক কোনোকিছু না থাকায় বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বেইজিংয়ে সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।