বেগমগঞ্জে প্রবীণ দিবসে প্রবীণদের ছাড়াই র্যালি
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে ঘটে বিব্রতকর পরিস্থিতি। আজ মঙ্গলবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিতে কোনো প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন না। সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কয়েকজন উপজেলা প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে র্যালি সম্পন্ন করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শুরু হলে সেখানে উপস্থিত সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। এতে সমাজসেবা কর্মকর্তারা বিব্রত হয়ে পড়েন। পরে তড়িঘড়ি করে সমাজসেবা অফিসে সেবা নিতে আসা কয়েকজন প্রবীণকে বাইরে থেকে ডেকে ধরে এনে সভায় বসানো হয়।
একজন প্রবীণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের আগে কেউ কিছু বলেনি। আমরা অন্য অফিসে কাজের জন্য এসেছি। কিন্তু পরে হঠাৎ করে প্রবীন দিবসের আলোচনা সভায় ডেকে এনে সভায় বসানো হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নাছুরুল্লাহ আল মাহমুদ জানান, প্রবীন দিবসে আমাদের কোন বরাদ্দ নেই। যে ব্যানারটি করা হয়েছে সেটিও আমার পকেটের টাকা দিয়ে করেছি। এমন কি সামান্য আপ্যায়নের টাকা ও আমাদের বরাদ্দ আসে না।
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রবীণদের বাদ দিয়ে প্রবীণ দিবসের আয়োজন করা শুধু অবহেলা নয়, এটি প্রবীণ সমাজের প্রতি চরম অসম্মান।





















