বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
বেনাপোল কাস্টমস হাউসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা, বন্দর দিয়ে আগের নিয়মেই পচনশীল পণ্য সন্ধ্যা ৬ টা এবং অন্যন্য সবধরনের পণ্য রাত ১১ টা পর্যন্ত চলছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীদের সুবিধার জন্য আজ সোমবার সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পচনশীল কাঁচামাল বাদে সব ধরনের মালামাল নিরবিচ্ছিন্নভাবে আমদানির-রপ্তানি চলবে। বিষয়টি নিশ্চিত করেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল।
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা তারা বলছেন কাস্টমসের পক্ষ থেকে শুধুমাত্র পচনশীল পণ্য ছাড়া সব ধরনের পণ্যই অতিতের মত রাত ১১ টা পর্যন্ত আমদানি-রপ্তানি হচ্ছিল। কাস্টমসের পক্ষ থেকে কোন লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।
সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, কাস্টমস কমিশনারের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্তে বলা হয়, সন্ধ্যা ৬ টার পর পচনশীল পণ্যের মধ্যে ঝুঁকিপূর্ণ পণ্য আনা হয় বিধায় ৬টার পর কোন অবস্থাতেই পচনশীল পণ্য আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। তবে কোন কোন ক্ষেত্রে রাত ৮ টা পরও কঠোর নিরাপওা ব্যবস্থায় পচনশীল পন্য আমদানি করা হচ্ছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, ভারতীয় রপ্তানিকারকরা সকাল ১০/১১ টায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু করেন। তাদের কারনেই বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কমে গেছে। তারা সকাল সাড়ে ৭ টায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু করলে প্রতিদিন এই বন্দর দিয়ে ৪০০/৫০০ ট্রাক আমদানি করা সম্ভব।
ভারতীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কারণেই বর্তমানে প্রতিদিনি ২৫০ ট্রাক পণ্য আমদানি হচেছ। ফলে বাংলাদেশে প্রেবশের অপেক্ষায় ওপারে আটকা পড়েছে প্রায় ১৫০০ পন্য বোঝাই ট্রাক। এসব ট্রাকে রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ও বিভিন্ন শিল্প কলকারখানার কাঁচামাল। সময় মত এ জাতীয় পণ্য আমদানি না হলে গার্মেন্টস শিল্পে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা বলেন, বর্তমান কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন একজন সৎ যোগ্য অফিসার। তিনি কাস্টমস হাউসে যোগদানের পর সব ধরনের অনিয়ম প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি অফিসারদের অনিয়ম ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বহিরাগত ১৪০ জন পিয়নকে কাস্টমস হাউস থেকে বিতাড়িত করেছেন। ফলে অনেকেই কমিশনারের ওপর ক্ষুদ্ধ।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুধুমাত্র পচনশীল পণ্য ৬ টা পর্যন্ত আমদানি হচ্ছে। আমরা বন্দর পরিচালনা করি। তবে কাস্টমস অনুমোদন ছাড়া কোনো পণ্য ডেলিভারি ও লোড আনলোড করা সম্ভব নয়। আমরা বন্দরের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করবো ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষকে।


















