সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া বাস উল্টে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হাজেরা খাতুন (৪৫) নামে এক যাত্রী নিহত হন। আহত ১৫ যাত্রী। শুক্রবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর যাবার পথে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারী যাত্রী নিহত হন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।