ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়াড় নওগাঁর মেয়ে তিশাকে সংবর্ধনা

মেরাজ হোসেন, নওগাঁ
  • আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতা নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেন। তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়।
এসময় জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা পেয়ে তিশা বলেন, শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। আমার ইচ্ছা, আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি চাই, দেশের নাম আরও বড় করে তুলতে। চাই আমার জেলা নওগাঁর নাম যেন সবাই জানে এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটা পূরণ করতেও জানে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি। নওগাঁর প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে আমরা আছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়াড় নওগাঁর মেয়ে তিশাকে সংবর্ধনা

আপডেট সময় :

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতা নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেন। তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়।
এসময় জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা পেয়ে তিশা বলেন, শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। আমার ইচ্ছা, আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি চাই, দেশের নাম আরও বড় করে তুলতে। চাই আমার জেলা নওগাঁর নাম যেন সবাই জানে এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটা পূরণ করতেও জানে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি। নওগাঁর প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে আমরা আছি।