ভবিষ্যতে গুম বলে কোন শব্দ থাকবে না : ডিআইজি বরিশাল রেঞ্জ

- আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বাংলাদেশে ভবিষ্যতে গুম বলে কোন শব্দ থাকবে না বলে জানিয়েছেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,ভান্ডারিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ তিনি একথা বলেন। পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশের আয়োজন করেছেন ভান্ডারিয়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, অতিরিক্ত পুলিশ সুপার ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল মোঃ সাখাওয়াত হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, মোঃ সামসুল ইসলাম আমিরুল, মামুন হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন,মোহাম্মদ মোস্তাক আহমেদ ও কহিনুর বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশন বিভাগ মোঃ মুকিত হাসান প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বক্তৃতায় বলেন কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না, ইভটিজিং , মাদক ও জুয়া এদের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কেউ যদি মিথ্যা মামলা বা হয়রানি মূলক মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।যেকোনো সময় যেকোনো ধরনের অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশকে নির্দেশ প্রদান করেন।