ভান্ডারিয়ায় বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ার ৮নং বিট ধাওয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত উপজেলার ধাওয়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী মোল্লা এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার।
বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ জিয়াউদ্দিন, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ খান,ইউপি সদস্য মাাহমুদুল হাসান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ বারী হাওলাদার,যুবদলের সহ-সভাপতি কে এম জামাল হায়দার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ধাওয়া ইউনিয়ন বিট অফিসার এস আই জাফরুল হাসান ও সহকারী বিট অফিসার মোঃ ইকবাল হোসেন।