ভারতে পালানোকালে আটক মানিককে সিলেট আদালতে ডিম-জুতা নিক্ষেপ
- আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির টহল দলের হাতে আটক মানিককে শনিবার যখন সিলেট চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোলা হয়, তখন আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় কয়েকজন তার ওপর হামলার চেষ্টাও চালায়। পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি।
মোটা অংকের টাকা সঙ্গে নিয়ে শুক্রবার গভীররাতে ভারতে পালিয়ে যাবার সময় সিলেট কানাইঘাট ডানা সীমান্তে বিজিবি টহলদলের হাতে আটক হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন, তার কাছে ৭০ লাখ টাকা ছিলো। তার সঙ্গে থাকা এই টাকা দুইজন লোক তাকে মারধর করে নিয়ে গেছে।
এখন তার কাছে পাসপোর্ট ও কিছু টাকা আছে। মানিককে সীমান্ত পার করার কথা বলে দালালরা সিলেটের কানাইঘাট ডনা সীমান্তে নিয়ে গিয়ে একটি ঝোপের পাশে শুয়ে থাকতে বলে। তারাই মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। ঢাকার বাড্ডা থানার একটি হত্যা মামলায় মানিককে কারাগারে পাঠায় আদালত।
অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হন বিতর্কীত সাবেক বিচারপতি শামসুদ্দিন আহম্মদ মানিক বলেন, দু’জন ব্যক্তি তাকে মারধর করে সেই টাকা নিয়ে গেছে।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।
একই অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।
আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে উপস্থাপিকার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে তিনি ওই উপস্থাপিকার কাছে লিখিত ক্ষমা চান।