ভাসানচর-উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ভিক্টোরিয়া
- আপডেট সময় : ১২:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
ভাসানচর ও উখিয়ায় রোিেহঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকা সফরে থাকা সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। বুধবার (২০ মার্চ) ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ায় পৌছান ভিক্টোরিয়া।
ভাসানচরে পরিদর্শনকালে রোহিঙ্গাদের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চার ক্য্যম্পে ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন রাজকন্যা।
কক্সবাজারে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। রাজকুমারী ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি দাতাসংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
রাজকুমারী ভিক্টোরিয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত কক্সবাজারের খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পও পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ সরকারে জলবায়ু উদ্বুদ্ধতের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং আশ্রিত লোকদের সঙ্গে কথা বলেন।
২০২৩ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়া। ১৮ মার্চ তিনি ঢাকা সফরে আসেন।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের শিক্ষা-চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া।
পুরো এক ঘণ্টা স্কুল ও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন, নিবিড় পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।