ভেদরগঞ্জে আওয়ামী লীগ নেতা বাবু ও দেলোয়ার গ্রেপ্তার
- আপডেট সময় : ৯৬ বার পড়া হয়েছে
মেহেদী হাসান সফি- শরীয়তপুরে ভেদরগঞ্জে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা। শাহাদাত হোসেন বাবু (সাধারণ সম্পাদক ভেদরগঞ্জ থানা) স্বেচ্ছাসেবক লীগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত্র ২ টার দিকে ভেদরগঞ্জ রামভদ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার রাড়ি (সভাপতি ভেদরগঞ্জ পৌরসভা ) স্বেচ্ছাসেবক লীগ ভেদরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা। ভেদরগঞ্জ থানার মামলা নং ০৩/৭৭, তারিখ-১৫/০৮/২৪,ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১০৯/৩৪/৩৪১ পেনাল কোড ১৮৬০, মূলে বিজ্ঞ আদালতে প্রেরন।
তাদেরকে গ্রেপ্তার করা হয় তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা মামলা সহ একাদিক মামলা রয়েছে। গতকাল তাদের কে আদালতে সোপর্দ করা হয়।
ভেদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের গতকাল গ্রেফতার করা হয়েছে। পরে তাত্ক্ষণিক তাকে আদালতে সোপর্দ করা হয়।
















