ভেদরগঞ্জে জমি বিক্রির বায়না নিয়ে প্রতারণায় পাল্টা পাল্টি অভিযোগ

- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বায়নার দন্দের জ্বেরে নিজের ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে মামলা দেয়ার হুমকির অভিযোগ উঠেছে। গত শনিবার ছয়গাও ইউনিয়নের আটেরপাড়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ জমুনা মন্ডলসহ ৬ জনকে অভিযুক্ত করে বিউটি আক্তার নামে নারী ভেদরগঞ্জ থানা একটি অভিযোগ করেন।
জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আটেরপাড়া গ্রামে নিতাই বিশ্বাসের লাকড়ির ঘরে আগুল লাগার ঘটনা ঘটে। এরপর নিতাই বিশ্বাসের মেয়ে বিউটি এসে সন্দেহভাজন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়,ছয়গাও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আটেরপাড়া গ্রামের বাসিন্দা নিতাই বিশ্বাস বিপ্লব মন্ডল ও গোপাল মন্ডলের কাছে তার বাড়িসহ ১৮ শতাংশ জমি বায়নাচুক্তির মাধ্যমে বিক্রি করে। তবে সেই জমি সাব কবলা দলিল দিতে রাজি হচ্ছে না। নিতাই বিশ্বাসরা চিকিৎসার জন্য ভারতে তার মেয়ের বাড়ি চলে যান। পরে বিপ্লব বিশ্বাস ও জমুনা বিশ্বাসরা আদালতে একটি প্রতারনা মামলা দায়ের করেন নিতাই বিশ্বাস এর বিরুদ্ধে। কিন্তু তার মেয়ে বিউটি রানী বিভিন্ন মাধ্যমে জমুনা রানী দাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে আসছে। গত শনিবার রাত ১১ শোভা রানী এসে জমুনা রানীদের বাড়িতে এসে জিগ্যেস করে সবাই ঘুমিয়েছে কি না। এরপর রাত সাড়ে ১২ টার পরেই বিউটি রানীদের লাকড়ির ঘরে আগুন লেগে পুড়ে যায়। এসময় পাশের ঘর জমুনা রানী এগিয়ে আসলে এলাকার মানুষ ডেকে পুকুরের পানি দিয়ে আগুন নিভায়। কিন্তু ঘরে আগুন লাগার সুত্র জানা যায় নি।
অভিযুক্ত জমুনা মন্ডল বলেন, আমাদের কাছে তারা দুজন ভারতে গিয়ে চিকিৎসা করাবে বলে তাদের বাড়ির ১৮ শতাংশ জমি ৮ লাখ টাকা বায়না সুত্রে ৩৬ লাখ টাকায় বিক্রি করে।পরে ৬ লাখ টাকা স্টাম্পের মাধ্যমে ও ২ লাখ টাকা চেয়ারম্যানকে স্বাক্ষী রেখে বায়না চুক্তি করে। কিন্তু সময় মত আমাদের জমি রেজিস্ট্রার দলিল করে দিচ্ছে না। এ বিষয় আমরা আদালতে একটি প্রতারনার মামলা করেছি।আর সেইকারনে আমারে প্রায় হুমকি দিত তাদের নিজেদের ঘরে আগুন দিয়ে আমাদের মামলা দিবে। ওইদিন রাত ১১ বাজে সোভা রানি এসে আমাদের খোঁজ নিয়ে যায় আমরা ঘুমিয়েছিলাম কি না। তার ১ ঘন্টা পরেই বিউটিদের লাকরীর ঘরে আগুন লাগে। এতে রাতে আমাদের ঘরেও আগুন আসতে নিয়েছিল। আমি রাতে ডাকচিৎকার দিয়ে মানুষ এনে পুকুরের পানি দিয়ে আগুন নিভাই। ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছে।এখন আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। এর সুস্ঠ তদন্ত চাই।
বিউটি মন্ডল বলেন, বায়নাসুত্রে আমাদের বাড়ির জমি বিক্রি করেছিলো আমার বাবা ।এখন বায়নার টাকা ফেরত দিতে চাই। আমরা জমি বিক্রি করব না। কিন্তু জমুনারা আমাদের নামে মামলা করেছে।আর আমাদের ঘর কে আগুন দিছে জানিনা।আমাকে এখন হুমকি দিচ্ছে তারা।
সহকারি পুলিশ সুপার (সার্কেল ভেদরগঞ্জ) শম্য শেখর পাল বলেন, ঘটনাটি আমি জানি। ঘরটি কে পুড়ছে এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে হিন্দু ধর্মের দুই পরিবারের মধ্যে জমি কেনা বেচার বায়না নিয়ে দন্দ চলছে। তবে লিখিত অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।