ভেদরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে ১লা জানুয়ারি একযোগে প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। তারপর থেকে ছাত্রছাত্রীদের একটা স্পৃহা কাজ করতে থাকে, কবে অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার অন্তর্ভুক্ত ভেদরগঞ্জ উপজেলার ১৭ নং মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মশিউর রহমান।
প্রধান অতিথি অনিন্দ্য মন্ডল বলেন, প্রতিটি বিদ্যালয়ের উচিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে ছাত্রছাত্রীদের মন প্রফুল্ল হয়, তাদের পড়ায় মন বসে। এছাড়াও তিনি বলেন, খোলাধুলা করলে ছাত্রছাত্রীরা মাদক থেকে দূরে থাকবে। পরিশেষে তিনি প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা তুলে দেন।