ভেদরগঞ্জ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা
- আপডেট সময় : ২৩৫ বার পড়া হয়েছে
ভেদরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ অক্টোবর )সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমন কুমার পোদ্দার এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: নাছির উদ্দিন।ডা: মো: জহিরুল ইসলাম, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। ডা:মো: শফিকুজ্জামান অপু।এম.ও.ডি সি
বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক অফিসার আবদুস সুবহান মুনশী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন ।ভেদরগঞ্জ প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান সফি।
অফিসার (ইনচার্জ) মো: কামরুল হাসান সার্বিক সহযোগিতায় এ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ম সুপারভাইজারের প্রতিনিধি, প্রধান শিক্ষকের প্রতিনিধি।
উক্ত সভায় দেশব্যাপী আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ ভেদরগঞ্জ উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে উৎসাহিত করতে সকলকে অনুরোধ করা হয়।
টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স( নবম শ্রেণী) পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলায় প্রায় ৯৩ হাজার ৬ শত ৪৪ শিশু কিশোরকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম,পুরোহিত,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয় এ ভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সরকারের এমহতি উদ্যোগকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।





















