সংবাদ শিরোনাম ::
ভৈরবে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আটক হওয়া আসামির নাম আবদুল্লাহ(৩৭)। তার বাড়ি ভৈরব উপজেলার তাঁতারকািন্দ গ্রামে। তাকে গতকাল শুক্রবার(১০ অক্টোবর) রাতে র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল ভৈরবের আমলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। ২০২১ সালে ভৈরব থানায় দায়েরকৃত একটি মাদকের মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল। আবদুল্লাহ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছিল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।
















