মঙ্গলবার থেকে রোজা শুরু

- আপডেট সময় : ৫০৫ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে মাহে রমজান। সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। নিয়ম অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়।
এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।
ধর্মমন্ত্রী বলেন, দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। এদিন সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।
ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।