মধুপুরে প্রতারণার অভিযোগে বীজ কোম্পানীকে দুই লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ৭৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের সাথে বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়েশা সীড কোম্পানীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত ২১ জুলাই (সোমবার) দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে আয়েশা সীড কোম্পানীর মালিক মো. রমজান আলীকে এ জরিমান করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, আয়েশা সীড কোম্পানীর মালিক মো. রমজান আলী দীর্ঘদিন যাবৎ মধুপুর উপজেলার কৃষকদের সাথে নন ব্র্যান্ডের বীজ দিয়ে ব্র্যান্ডের বীজের দাম গ্রহণ করে আসছে। যে বীজে কখনো আশানুরূপ ফলন পাওয়া যায়নি। এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মধুপুরের বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে।
মোবাইল কোর্ট পরিচালনার সাধারণ বীজ উন্নত জাতের প্যাকেট প্যাকেটজাত করে বিক্রির প্রমান পেয়ে ওই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও মধুপুর থানা পুলিশ।
















