সংবাদ শিরোনাম ::
মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা

এইচ, এন কামরুল ইসলাম, মাগুরা
- আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
মাগুরা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে প্রায় ৭২ কোটি টাকার আয় ব্যয়ের হিসাব প্রকাশ করে এই বাজেট ঘোষণা করা হয়।
মাগুরা পৌরসভার হিসাব রক্ষক মীর উজ্জল এর উপস্থাপনায় ও নির্বাহী কর্মকর্তা গাজী মো. আবুল কাশেমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয় গতকাল বুধবার মাগুরা পৌরসভার হল রুমে, এর আগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পৌর প্রশাসক মো. আব্দুল কাদের বাজেট অধিবেশনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজ, পৌর সচেতন নাগরিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন।
উপস্থিত সকলেই মাগুরা পৌর নাগরিক সুবিধা অসুবিধা বিষয়গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন।