ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম খলিলুজ্জামান হিমু।
কর্মশালায় জানানো হয়, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা একমাস ব্যাপী চলবে।
প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে সংবাদ সম্মেলন

আপডেট সময় :

মাদারীপুর ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম খলিলুজ্জামান হিমু।
কর্মশালায় জানানো হয়, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা একমাস ব্যাপী চলবে।
প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বক্তারা।