ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

মাদারীপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচরে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সাগর সরদার (৩৪) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সরদার শরিয়তপুর সদর উপজেলার পালং থানাধীন রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুরের শিবচর বাজারে মালামাল পৌঁছে দিয়ে নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন চালক সাগর। শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষনা করেন। অপরদিকে শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর বাজার সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকার রেললাইন লাইন পাড় হবার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে শিবচর সার্কেল আজমীর হোসেন বলেন, শিবচরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট সময় :

মাদারীপুরের শিবচরে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সাগর সরদার (৩৪) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সরদার শরিয়তপুর সদর উপজেলার পালং থানাধীন রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুরের শিবচর বাজারে মালামাল পৌঁছে দিয়ে নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন চালক সাগর। শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীরপাড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষনা করেন। অপরদিকে শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর বাজার সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকার রেললাইন লাইন পাড় হবার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে শিবচর সার্কেল আজমীর হোসেন বলেন, শিবচরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।