মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গত শুক্রবার শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা বাগান এলাকার চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে আটক করা সম্ভব হয়, বাকি দুজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছ থেকে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটের মধ্যে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা বাগানের মৃত রবি উরাং ছেলে জনক উরাং, ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে দুলাল ভৌমিক।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















