মানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পাহাড়ি-বাঙালি রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৭জুলাই) সকালে উপজেলা সদরের ইংলিশ স্কুলে দিনব্যাপী উক্ত ক্যাম্পেইনের আয়োজন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন।
ক্যাম্পেইনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পাশাপাশি শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথাসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির রোগীদের চিকিৎসা দেন।দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পেইন প্রায় ৩ শতাধিক রোগী বিনামূল্য চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন। সেই সাথে সেনাবাহিনীর মানবিক এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরণের কার্যক্রম চালিয়ে নেয়ার আহবান জানান সেবা প্রত্যাশীরা।
এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. রেজোআনুল হকসহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।