মামুন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর’র সভাপতি, মোরশেদ সম্পাদক
- আপডেট সময় : ০৮:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
শারজাহয় ফটোসেশনে বাংলাদেশ প্রেসক্লাবে ইউএই'র কার্যকরী পরিষদ নির্বাচনে (২০২৪ - ২০২৬) বিজয়ীরা - গণমুক্তি
সংযুক্ত আরব আমিরাতে পেশাদার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে ইউএই’র কার্যকরী পরিষদ নির্বাচনে (২০২৪-২০২৬) এনটিভি’র আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং একুশে টিভির আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার দেশটির বাংলাদেশ সমিতি শারজাহ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ সদস্যের নির্বাচন কমিশনের অধীনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়।
সংগঠনের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সিনিয়র সহ সভাপতি টিভি ও দৈনিক সমকালের আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি, সহ সভাপতি দৈনিক বার্তার মোদ্দাচ্ছের শাহ, যুগ্ম সম্পাদক পদে ডেইলি বাংলাদেশের আরব আমিরাত প্রতিনিধি আবদুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪ এর আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ। অর্থ সম্পাদক রাজজিং বিডি.কমের আমিরাত প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের আমিরাত প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভি ও দৈনিক যায়যায়দিনের আমিরাত প্রতিনিধি মোহাম্মদ নওশের আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নিউজ নাও ২৪.কম আমিরাত প্রতিনিধি ইরফানুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে এন টিভি’র আরব আমিরাতের চিত্র সাংবাদিক মোহাম্মদ নিয়াজ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতি আবুধাবি, ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতি শারজাহ এর সভাপতি এম আবুল বাশার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলি বাবুল এবং বাংলাদেশ সমিতি দুবাই সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সুনিক।এসময় নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান। কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে স্বাগত জানিয়ে বলেন, এ নির্বাচন সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
আমাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা অসাধারণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। এসময় তিনি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সদস্যদের অভিনন্দন জানান। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন নির্বাচনের নিয়ম কানুন ও সুন্দর পরিবেশ বজায় রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনটির দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে ১১টি পদের জন্য নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেন ১৭ জন সদস্য। এর মধ্যে থেকে মনোনয়ন প্রত্যাহার করেন ২ জন, ফলে নির্বাচনে অংশগ্রহণ করেন ১৫ জন সদস্য। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ৭ জন এবং বাকী ৪টি পদ সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচিত প্রতিনিধি ছাড়াও ২ জন কার্যনির্বাহী সদস্য সহ মোট ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ শাফায়াত উল্লাহ, মুহাম্মদ আরিফ উল্লাহ সিকদার, তোফায়েল আহমেদ, মুহাম্মদ এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ শাফায়াত উল্লাহ, মুহাম্মদ আরিফ উল্লাহ সিকদার, তোফায়েল আহমেদ, মুহাম্মদ মুন্না সহ নেতৃবৃন্দরা।