মুক্তাগাছায় উপজেলা পুষ্টি বিষয়ক কমিটির সাথে সমন্বয় সভা
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলা পুষ্টি বিষয়ক কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপি এই সভার আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য পুষ্টি ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ দেলোয়ার, ওয়ার্ল্ড ভিশনের পিও সজল কুমার দে, সিপিও গ্লোরী রাংসা প্রমুখ।
সভায় শিশুর পুষ্টি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা ও পুষ্টি নিয়ে কাজ করা উপজেলার পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সদস্যগণ অংশ নেন।
















