মুক্তাগাছায় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিরামপুর রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির উপকরণসহ গনেশ রবিদাস (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। গনেশ রবিদাস মৃত বিরা রবিদাসের ছেলে।
পরে তার দেখানো মতে নিজ বাড়ির উঠানে মাটির নিচে পুতে রাখা চারটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে পুলিশ। প্রতিটি ড্রামে ২৫ লিটার করে মোট ১০০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ বা ওয়াশ পাওয়া যায়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গনেশ রবিদাস স্বীকার করেছেন, তিনি নিয়মিত এসব উপকরণ ব্যবহার করে চোলাই মদ তৈরি ও বিক্রি করতেন। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মাদক নির্মূলে মুক্তাগাছা থানা পুলিশ সবসময় তৎপর। ধৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।