মূল্যস্ফীতি আর বাড়বে না অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতি আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নতুন করে আর টাকা ছাপানো হচ্ছে না, ফলে মূল্যস্ফীতিও আর বাড়বে না। এমন আশাবাদের কথা শোনালেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের।
উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির মঙ্গল করা ছাড়া আমাদের কোনো অভিপ্রায়ও নেই। সেই অভিপ্রায় নিয়েই আমি এখানে এসেছি। গত ২১-২৭ অক্টোবর ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে সাক্ষাৎকারে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
বাজার সিন্ডিকেটটাই মূল সমস্যা। ছোট একজন ব্যবসায়ী শুধু ডিম বিক্রি করে মাসে ১ লাখ টাকা মুনাফা করে। পৃথিবীর কোনো দেশে এ ধরনের ব্যবসা নেই। এ ধরনের ব্যবসা ভেঙে ফেলা ও সে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। অহেতুক কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। বাজার ব্যবস্থায় আমরা সেটা ভেঙে ফেলব। চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফেলা হচ্ছে।
এমন কথাও তো এসেছে যে, আগের বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেট চিনতেন, কারণ সিন্ডিকেটের পার্ট ছিলেন। আর আমি সেটা ভেঙে ফেলার চেষ্টা করছি।
ব্যাংক খাতের অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গত সময়গুলোতে ৯/৬ সুদের আড়ালে অনেক টাকা পাচার হয়ে গেছে। অনেক ব্যাংকে নগদ টাকার সংকট তৈরি হয়েছে। আমরা এগুলো ঠিক করার চেষ্টা করছি। এগুলো অবশ্য অল্প সময়ে ঠিক করা সম্ভব নয়।
উপদেষ্টা বলেন, সংখ্যালঘু ইস্যুতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতা রামনের সঙ্গে আলাপ হয়েছে। এখানে তাদের কিছু কনসার্নের কথা জানিয়েছেন।