মৃত্যুর পরও পাশাপাশি চিরনিদ্রায় ৩ বন্ধু
- আপডেট সময় : ১০:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন ১১ বন্ধু। শুক্রবার (৫ এপ্রিল) ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ রেল ব্রিজ কাছে বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় ১১ বন্ধু ৩জন সাজ্জাদ (২০), রিফাত (১৯) এবং দ্বীন মোহাম্মদ (১৯)।
একই দিন বিকালেই নিজ গ্রাম শাকতলা আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের তিন বন্ধুকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, শাকতলা গ্রামের ১১ জন বন্ধু ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিলো ঈদের কেনাকাটার জন্য। তাদের ৩ জন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকিরা ভেতরে বসেন। ট্রেনটি ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ রেল ব্রিজ কাছাকাছি পৌঁছালে একটি বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধুর মৃত্যু হয়।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, ট্রেন দুর্ঘটনায় মোট ৬জন মারা যায়।
তাদের মধ্যে ট্রাক চালক মো. মিজান (৩২), কুমিল্লার লাকসামের মনোহরপুরের মো. আশিক এবং মো. আবুল খায়ের (৩৫)। এঘটনায় দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা হয়েছে।