মেঘলার ঘ্রাণে ধরা পড়ল মদ পাচারচেষ্টার ৫ চোরাকারবারি
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র ঘ্রাণে ধরা পড়েছে দেশীয় চোলাই মদ পাচারের চেষ্টা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক দুইটার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইক থামানো হয়। তল্লাশির সময় কে-নাইন ডগ ‘মেঘলা’ বাইকের যাত্রী ও সিটের নিচে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়।
বিজিবি জানায়, মেঘলার সংকেতের ভিত্তিতে বাইকটি বিস্তারিতভাবে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এতে বাইকের পিছনের সিটের নিচে পানির বোতলের ভেতরে লুকানো ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ইজি বাইকচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—
ইয়াছিন আরাফাত, এনায়েত উল্লাহ, আব্দুর রহমান, রাশেদুল করিম নিজাম এবং মোহাম্মদ আমিন। তাঁদের বাড়ি কক্সবাজার ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক। কে-নাইন ডগ ‘মেঘলা’র ভূমিকার কারণে এই মদ উদ্ধার সম্ভব হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
বিজিবি জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




















