যানজট ঠেলেই অফিসমুখো রোজাদার মানুষ
- আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
পহেলা রমজান। সকাল থেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় যানজট। আর এই যানজট ঠেলেই কর্মস্থলমুখো রোজাদার মানুষ। সকাল থেকেই রাস্তায় এলোমোলো চলাচল এবং ট্রাফিক আইন না মানার কারণেই যানজটের সৃষ্টি।
প্রচলিত ট্রাফিক আইন বাস্তাবয়নের অভাবকে ঢাকার রাস্তায় যানজটের বড় কারণ হিসাবে চিহ্নিত করা হয়। প্রতিটি মোড়েই সার্জেন্ট, ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এসব দায়িত্বশীল ট্রাফিক পুলিশ সদস্যের নাকের ডগার ওপর দিয়ে এলামেলো যানবাহন চলাচল করছে। কার আগে কে রাস্তায় ছুটে যাবে এমন প্রতিযোগিতায় নেমে তীব্র যানজটের সৃষ্টি করে থাকে।
অথচ দিব্যি ট্রাফিক সার্জেন্ট ও সদস্যরা তা তাকিয়ে তাকিয়ে প্রত্যক্ষ করেন। এ অবস্থাকে দায়িত্বহীন বলেই মনে করেন নগরবাসিন্দারা। যানবাহন চালকসহ সংশ্লিষ্টদের উদাসিনতাও যানজটের আরও একটি কারণ বলে ধরে নেওয়া হয়।
তবে প্রচলিত ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ হলে ঢাকায় যাসজট স্বাভাবিক অবস্থায় থাকবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজারবাগ মোড়, ফখিরাপুল মোড়, দৈনিক বাংলার ও পুরানা পল্টন মোড় এলাকায় এলোপাতারি যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় বিণ্নি যানবাহনের চালক ও সহযোগিরা।