ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

যেখানে-সেখানে স্টেশন নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে: রেলপথ উপদেষ্টা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রেলওয়ে খাতে অপরিকল্পিত উদ্যোগে রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন উদ্বোধনকালে একথা বলেন উপদেষ্টা।

এদিন সকাল ১০টা নাগাদ পদ্মা হয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছালো নতুন ট্রেন জাহান এক্সপ্রেস। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার এসে পৌঁছেছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এর আগে সকাল ৬টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ট্রেনটি ছাড়ে।

ঢাকা স্টেশনে উদ্বোধনী আয়োজনে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অপব্যয়, যত্রতত্র স্টেশন ও রেললাইন নির্মাণ করা হয়েছে। কিন্তু লোকমোটিভ, কোচ, জনবল আছে কিনা সেসব ব্যবস্থা দেখা হয়নি।

যাত্রীদের উদ্দেশ্য উপদেষ্টা বলেন, সবাই আশা করেন রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান দ্রুত সময়ের মধ্যে পৌঁছবেন। এটা সম্ভব না, যতবেশি স্টপেজ হবে ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা হয়েছে প্রত্যেক জায়গায় স্টেশন হতে হবে।

তিনি বলেন, যেখানে যাত্রী বেশি পাওয়া যাবে, রাজস্ব আসবে, সেখানে রেল থামবে। একটা বিষয় মনে রাখবেন, রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে ব্যয় মেটাতে হবে। এমনিতে সরকারকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেখানে-সেখানে স্টেশন নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে: রেলপথ উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

 

রেলওয়ে খাতে অপরিকল্পিত উদ্যোগে রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন উদ্বোধনকালে একথা বলেন উপদেষ্টা।

এদিন সকাল ১০টা নাগাদ পদ্মা হয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছালো নতুন ট্রেন জাহান এক্সপ্রেস। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার এসে পৌঁছেছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এর আগে সকাল ৬টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ট্রেনটি ছাড়ে।

ঢাকা স্টেশনে উদ্বোধনী আয়োজনে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অপব্যয়, যত্রতত্র স্টেশন ও রেললাইন নির্মাণ করা হয়েছে। কিন্তু লোকমোটিভ, কোচ, জনবল আছে কিনা সেসব ব্যবস্থা দেখা হয়নি।

যাত্রীদের উদ্দেশ্য উপদেষ্টা বলেন, সবাই আশা করেন রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান দ্রুত সময়ের মধ্যে পৌঁছবেন। এটা সম্ভব না, যতবেশি স্টপেজ হবে ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা হয়েছে প্রত্যেক জায়গায় স্টেশন হতে হবে।

তিনি বলেন, যেখানে যাত্রী বেশি পাওয়া যাবে, রাজস্ব আসবে, সেখানে রেল থামবে। একটা বিষয় মনে রাখবেন, রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে ব্যয় মেটাতে হবে। এমনিতে সরকারকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয়।