রমজানে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
আসন্ন রমজানে ব্যবসায়ীদের সুযোগ না খুঁজে মানবিক হবার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রমজানে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপণ্য বিক্রির ক্ষেত্রে উদার হয়, আর আমাদের এখানে সুযোগ হিসেবে নেওয়া হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। ব্যবসার পাশাপাশি সিএসআরের অংশ হিসেবে যেখানে কম আয়ের মানুষের বসবাস বা শ্রমজীবী মানুষের বসবাস, সেসব স্থানে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির আহ্বান রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
শিল্পাঞ্চলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এমন ব্যবস্থা হলে সারাদিন কারখানায় শেষে বাড়ি ফেরার সময় ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সারা বিশ্বের মানুষ রমজানে চ্যারিটি করে, আন্তরিক হয়, আপনারাও তা করুন।
ভোক্তা অধিদপ্তর যেন কোনোভাবে ব্যবসায়ীদের জন্য প্রতিবন্ধক না হন। আমাদের নির্দেশ আছে, বাজারে গিয়ে সংশ্লিষ্ট সমিতির কাউকে সঙ্গে নিয়ে পর্যবেক্ষণের কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাজারের ছোট-খাটো ব্যবসায়ীকে জরিমানা না করে পণ্যের রুট, চালের যেমন মিলার পর্যায়ে ব্যবস্থা নেবো। আমরা সে রকম পেয়েছিও। আমরা ব্যবস্থাও নিচ্ছি। চালের খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। আগামী ১ মার্চ থেকে পণ্যের গায়ে মূল্য লেখা থাকবে। এর ফলে বেশি দাম নেওয়ার প্রবণতা আর থাকবে না।
এক মাসেই এনবিআরের সমস্যার সমাধান করেছেন বলেন জানান প্রতিমন্ত্রী। তিনি, নিত্যপণ্যে শুল্ক ওঠানোর জন্য চিঠি দিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। এনবিআরের যুক্তি হল, সারা বিশ্বে সবচেয়ে কম রাজস্ব-জিডিপি বাংলাদেশের। এ জন্য তাদের কাজটি করতে হিসাব-নিকাশ করতে হয়।
ব্যবসাসহজীকরণে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। সহজীকরণ করতে আরও কী করণীয় আছে তা করা হবে। এক সময় বিদ্যুৎ নিয়ন্ত্রণের বাইরে ছিল, এখন তা নেই। তবে আন্তর্জাতিক বাজারের কারণে জ্বালানির সমস্যা হচ্ছে। এগুলো আমরা দেখছি।