সংবাদ শিরোনাম ::
রমজানে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় প্রবাল দ্বীপ রেখে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) উখিয়ার ইনানীর নৌ-বাহিনীর জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না বলে জানান সংশ্লিষ্টরা।
মিয়ানমারে সংঘাতের কারণে নিরাপত্তা বিবেচনায় গত ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটেও পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
তারপরও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল।
বারো আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন জানিয়েছেন, পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্টমার্টিন রুটে দুটি জাহাজ চলাচল সচল ছিলো।
কিন্তু রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবার কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।