রাজবাড়ীতে ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
																
								
							
                                - আপডেট সময় : ৯৬ বার পড়া হয়েছে
 
								
																		module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5468; AI_Scene: (-1, -1); aec_lux: 292.10938; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
‘বৈষম্যের ঠাই নাই- নিয়োগ বিধি সংশোধন চাই’ এই স্লোগানে রাজবাড়ীতে ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি করা হয়েছে।
মঙ্গলবার সকাল আটটা থেকে ১০ টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য সহকারীদের এ অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় ছয়দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন রাজবাড়ী হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন,সাধারন সম্পাদক মজনু বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। ছয়দফা গুলো হল, নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ১৪ তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রডে উন্নীতকরন,পদোন্নতীর ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন,পূর্বের নিয়োগবিধি অনুযায়ী স্বাস্থ্যসহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও তাদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্নীকরন করা, বেতন স্কেল উন্নীতকরনের পূর্বে টাইম স্কেল ও উচ্চতর গ্রেট প্রাপ্ত তা পূর্ববর্তী বেতন স্কেলের সাথে যোগ করতে হবে ও পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দিতে হবে বলে জানান বক্তারা।
																			















