রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক’কে হেনস্তা- শিক্ষক সমিতির সাধারন সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে শারীরিকভাবে আঘাত ও হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধ করেছে এই কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল এগারোটার দিকে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ চত্তরে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,এর আগেও আরো তিন জন শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাদের শারিরীক নির্যাতন করা করেন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল।
গত ১৫ অক্টোবর বিকালে ওই শিক্ষক (মেস্তফা কামাল) সরকারী কলেজের একাডেমিক ভবনের নিচতলায় সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে শারীরিকভাবে আঘাত করেছে।তিনি এই কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হওয়ায় কৃষমতা খাটিয়ে তিনি বার বার শিক্ষকদের শারিরীক ভাবে হেনস্তা ও মারপিট করে আসছেন। তাকে মারধর করে শার্টের কলার ধরে হেনস্তার করা হয়েছে।একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলায়,তাকে অপমান করায় আমরা দোষী কলেজ শিক্ষক মোস্তফা কামালের বহিস্কারের দাবী জানাই, সেই সাথে হেনস্তার শিকার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হবে বলেন শিক্ষার্থীরা।এদিকে শিক্ষক’কে শারিরীকভাবে হেনস্তা ও মারপিট করার কারনে অর্থনিতী বিভাগের সহযোগী অধ্যপক মোস্তফা কামালের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।এই কমিটি আজ কলেজের সকল শিক্ষকদের নিয়ে তদন্ত করেছেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তদন্ত কমিটির সভা কক্ষে গীয়ে ২৪ ঘন্টার মধ্যে দোষী শিক্ষক মেস্তফা কামালের শাস্তি ও বহিষ্কারের দাবী জানান। এসময় তদন্ত কমিটির প্রদান তাদের তদন্ত রিপোর্ট শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন বলে জানান।
তদন্ত কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মাউসির উপ- পরিচালক মো. শওকত হোসেন। উপস্থিত ছিলেন, মাউসির ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর কবির মো. নুরুজ্জামান,রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকরামুল একেএম করিম, সরকারী রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান।মানববন্ধনে উপস্থিথ ছিলেন, জিহাদ হাসান, রাফি চৌধুরী,অপু বিশ্বাস,শেখ পিয়াল,খন্দকার মাহিন,নাইম শেখ,নিহা ও শায়লা রেজা ঐশী।



















