রাজশাহীতে এসআইসিআইপির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0004,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 250.99704;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 31;
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে রাজশাহীতে জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমীর নিরলস প্রচেষ্টায় “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” প্রকল্পের আওতায় একটি ব্যাচ সফলভাবে শেষ করে আবারও একটি নতুন ব্যাচের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছে।
আজ সোমবার রাজশাহীর মোল্লাপাড়ায় অবস্থিত ‘জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমী’ এর হল রুমে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: সারোয়ার জাহান, sicip ও bwcci প্রোগ্রাম এর সহকারি সমন্বয়কারী (প্রশিক্ষণ, মূল্যায়ন ও পর্যবেক্ষণ) মো: আশরাফুল ইসলাম, জীননতরী টেকনিক্যাল একাডেমীর নির্বাহী পরিচালক মারুফ হোসেন। সম্পাদক শাহিনুর ইসলাম মুকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জনাব সারোয়ার জাহান বলেন, আগে নারীরা অবহেলা-অবজ্ঞার পাত্রী ছিল। কিন্তু বর্তমানে আমাদের সমাজে নারীরা ক্রমেই এগিয়ে যাচ্ছে। এখন নারীরা পরিবারের জন্য বোঝ নয়, আশির্বাদ। নারীর দক্ষতা বাড়লে শুধু পরিবারের জন্য নয়, পুরো সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বড় ভূমিকা রাখবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, উদ্যোক্তা হতে পারবে, আবার চাইলে চাকরির ক্ষেত্রেও কঠিন অবদান রাখতে পারবে। আমি বিশ্বাস করি, এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি।
পরে উৎসাহমুলক বক্তব্য রাখেন sicip ও bwcci প্রোগ্রাম এর সহকারি সমন্বয়কারী আশরাফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্প শুধু প্রশিক্ষণ নয়, এটি একটি সুযোগ। যেখানে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে এবং কর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমি দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদেরও আহ্বান জানাই, তারা যেন এগিয়ে আসেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন জীবনের পথচলা শুরু করেন। পরে সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা করে বক্তব্য শেষ করেন।
বি: দ্র: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করছে এসআইসিআইপি ও বাংলাদেশ উইমেন্সে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

















