রাতে স্বামীর সঙ্গে গোসল করতে গিয়ে স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সূবর্ণচরে গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে এক স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। নিহত নাসিমা বেগম (২৮) সুবর্ণচর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর নোমান গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।
গতকাল মঙ্গলবার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর রাত ৩টার দিকে নাসিমা স্বামীকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি গোসলের পাশাপাশি কাপড়ও ধুচ্ছিলেন। গোসল শেষ করে তার স্বামী আগেই ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৪টার দিকে ঘুম ভেঙে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে পরিবারের লোকজনের সহযোগিতায় পুকুরে ভাসমান অবস্থায় নাসিমাকে উদ্ধার করা হয়।
ওসি শাহীন মিয়া জানান, মঙ্গলবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
















