রামগতিতে টানা বৃষ্টিতে জলবদ্ধতায় নাকাল মানুষ
- আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে বেশ কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে নানান দুর্ভোগ। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ইতিমধ্যে ঢুবে গেছে নিন্মাঞ্চলের গ্রামীণ কাঁচা পাকা-আধাপাকা সড়ক,বাড়ির পথ এবং জনবহুল রাস্তাঘাট। চলাচলের রাস্তা ও খেলার মাঠে জলাবদ্ধতা হওয়ায় স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয় এবং মাদরাসার চলতি অর্ধবার্ষিকের পরীক্ষা ও ক্লাস। রামগতি পৌরসভার ৯, ৪, ৩নংওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌর ৯নং ওয়ার্ডের বাসিন্দা আফলাতুন মাহমুদ ছোটন জানান, গতো কয়েক দিনের প্রবল বৃষ্টিতে তাদের পুরো বাড়িতে পানি উঠে গেছে। বাড়ির আশপাশের পানির প্রবেশপথ ও কয়েকটি কালভার্ট বাড়ি-মাছের ঘের তৈরি করে বন্ধ করে দেওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত উদ্যোগ না নিলে দীর্ঘদিন পানিবন্ধি থাকতে হবে। অতিবৃষ্টিপাতে জলাবদ্ধতা ও শিক্ষার্থীদের উপস্থিতির কষ্টের বিষয় মাথায় রেখে রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিবিরহাট রশীদিয়া উচ্চ বিদ্যালয়,বিবিরহাট রশীদিয়া আলিম মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, বৃষ্টির কারনে বিদ্যালয় মাঠসহ আশপাশের সব রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়া এবং বিভিন্ন চরাঞ্চল থেকে শিক্ষার্থীদের যাতায়াতের কথা মাথায় রেখে অনুষ্ঠিতব্য নবম ও দশম শ্রেনির রসায়ন/ফিন্যান্স/পৌরনীতি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর মালেক মোল্লা স্কুল সড়ক, ৪নং ওয়ার্ড ডা. আবুল বারাকাত সড়ক দুটি গত এক সপ্তাহ সময় ধরে পানিতে ডুবে আছে। এছাড়াও এ ইউনিয়নের আরো বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মো. ওসমান গণি জানান, ভুলুয়া নদীর পাড়ে অবৈধভাবে জায়গা ক্রয়-বিক্রয় করে বাড়ি-ঘর প্রস্তুত করে বৃষ্টির পানির গতিপথ বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমতাবস্থায় এসব এলাকার স্কুল কলেজ ও মাদরাসা পড়–য়া হাজার হাজার শিক্ষার্থীরা দুর্ভোহ পোহাচ্ছে। তিনি ভুলুয়াপাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল ও পানির গতি প্রবাহের মুখগুলো দখলমুক্ত করে জনগনের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। অন্যদিকে জলাবদ্ধতা তৈরি হয়েছে চরগাজী, বড়খেরী, চর বাদাম ও চরআলগী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায়ও। অনেকের ধানের বীজতলা ও মাছ চাষের পুকুর ও ঘের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চরগাজী ৩নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রব্বানী জানান, আমার নিজের বাড়িসহ আশপাশের পুরো এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। গ্রামীন খালগুলোর বেশিরভাগ অংশ দখল হয়ে যাওয়ায় দ্রুত পানি নামতে পারছেনা। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপও কামনা করেন। উপজেলা আবহাওয়া অফিসসূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় এ বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আগামী পাঁচ-ছয় দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র এবং অভ্যন্তরীন নৌ দুর্ঘটনা ও পুর্বাভাস কেন্দ্র এর উচ্চ পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন জানান, রামগতিতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাত উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, সারাদেশেই রেকর্ড পরিমান বৃষ্টিপাত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে তথ্য পেলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



















