রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন, আটক ৩

- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দু’পক্ষের মারামারিতে সোলাইমান (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সজিব (১৭), মোঃ আশিক (১৮) ও আসিবুল ইসলাম (১৬) সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার চরসেকান্তর রাস্তা মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃদ্ধ সোলাইমানের নাতি মেহেদী হাসান রাফির কাছ থেকে ওই এলাকার শাহাদাতের ছেলে সজীব বেশ কিছু দিন আগে আড়াই হাজার টাকা ধার নেয়। সজীব এই টাকা দিবে-দিচ্ছে বলে কালক্ষেপণ করে। বিষয়টি নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছিল। খবর পেয়ে মেহেদী হাসান রাফির দাদা সোলাইমান গিয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এসময় এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন সোলাইমান। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ সোলাইমানের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় সোলাইমানের ছেলে নুর আলম বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, পাওনা টাকার জেরে দু’পক্ষের মারামারিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।