সংবাদ শিরোনাম ::   
                            
                            রামগতিতে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতি পালন
 
																
								
							
                                
                              							  জহির, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি 									
								
                                
                                - আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
 লক্ষ্মীপুরের রামগতিতে বৃহস্পতিবার  চলছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দিনব্যাপি কর্মবিরতি। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারন সম্পাদক শেখ কাউসার আহমেদের উপর হামলার প্রতিবাদে উপজেলার ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে  এ কর্মবিরতি চলছে। প্রতিদিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জনসহ অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম থেকে দুরে থাকেন।
রামগতি বিবেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস জানান,তার স্কুলের দুইজন শিক্ষক আন্দোলনে ঢাকায় আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন বলেন, শিক্ষকরা তাদের দাবি পেশ করবে এটাই স্বাভাবিক। কিন্তু হামলা গ্রেফতার কাম্য নয়। তাই আমরা কর্মবিরতি পালন করছি।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  (ভারপ্রাপ্ত) মো. দিদার উদ্দিন জানান,সরকারি ভাবে স্কুল বন্ধ রাখার কোন নির্দেশনা নেই।
পাঠদান বন্ধ করে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।জানা যায়, এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে আন্দোলন চলছে। গতকাল ২১ মে বুধবার একই দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষনা করা হয়। প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রার সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি শেখ কাউসার আহমেদের উপর হামলা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দিনব্যাপি কর্মবিরতি পালন কর্মসূচির ঘোষনা দেন সংগঠনটির নেতারা।
							
                             
																			


















