ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

রামুতে ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে মেজর মোঃ আশিকুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি আটক করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালকের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুল জব্বারের পুত্র।
রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান বলেন, “মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক

আপডেট সময় :

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে মেজর মোঃ আশিকুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি আটক করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালকের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার আব্দুল জব্বারের পুত্র।
রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান বলেন, “মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।