রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০৪:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
নানা আনন্দায়োজনে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার ( ৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম।
রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এসএম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও রামু প্রেস ক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য ছড়াকার দর্পন বড়ুয়া।
রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সিনিয়র সহ সভাপতি ফোরকান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক মাওলানা আ. ম. নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু শাখার মঈনুর রশিদ ও মোহাম্মদ নোমান।