ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

‘রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে’

মো. শহীদুল ইসলাম, খাগড়াছড়ি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা সদরের জিয়ানগরে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদরাসায় আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তার করা হবে’। তাই সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।
মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা হেফাজতে ইসলামীর সভাপতি ক্বারী ওসমান গণি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মাওলানা বশির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে’

আপডেট সময় :

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা সদরের জিয়ানগরে প্রতিষ্ঠিত দারুল ইহ্সান মাদরাসায় আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তার করা হবে’। তাই সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদেরও চিকিৎসা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।
মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা হেফাজতে ইসলামীর সভাপতি ক্বারী ওসমান গণি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মাওলানা বশির উদ্দিন।