রুমা-থানচিতে ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুট গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ
- আপডেট সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৩৫৫ বার পড়া হয়েছে
রুমা-থানচিতে তিন ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় এক নারীসহ ৪জনকে গেপ্তার করা হয়েছে। তাদের একজনকে থানচি ও অপর ৩ জনকে বান্দরবান সদরের রেইসা চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়। এ সময় ডাকাতির কাছে ব্যবহৃত একটি জিপগাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাননুন নুয়াম বম, থানচির সিমৎলাংপিপাড়ার লালমুন চম বমের মেয়ে জেমিনিউ বম ও ছেলে আমে লমচেউ বম। থানচি সদরের টিঅ্যান্ডটিপাড়া থেকে ডাকাতির ঘটনায় জড়িতদের পরিবহনের দায়ে কফিল উদ্দিন নামের এক গাড়িচালক গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, ব্যাংক ডাকাতি ঘটনায় গ্রেপ্তার ৪ জনই জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
থানচি থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, কেএনএফের সদস্যরা ব্যাংক ডাকাতিতে দুটি গাড়ি ব্যবহার করেছে। দুই গাড়ির একটি জব্দ ও চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলা সদরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক ও কুষি ব্যাংকে ডাকাতি করে। এর আগের দিন ২ এপ্রিল রাতে রুমা সোনালী ব্যাংকে একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। রুমার ঘটনায় ব্যাংকটির ম্যানেজারকে অপহরণ ও সরকারি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।