রেমেলের ছোঁবলে প্রাণ গেল ২১ জনের
- আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
প্রবল ঘূর্ণিঝড় রেমালের ছোঁবলে উপকূলীয় এলাকাসহ সারাদেশে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত ঢাকাসহ ১০ জেলায় এসব প্রাণহানির ঘটনা।
রেমালের ঝড়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ভেঙেছে কাঁচা ঘরবাড়ি। বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি।
পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। টিনের বেড়া, বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ, বিদ্যুতের তারে জড়িয়ে এবং ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে সোমবার (২৭ মে) রাতে রাজধানী ঢাকার খিলগাঁও, উত্তর বাড্ডায় ও যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের আলাদা চারটি দুর্ঘটনায় প্রাণ হারান তারা। মৃতব্যক্তিরা হচ্ছে, মরিয়ম বেগম (৪৫), লিজা আক্তার (১৫), মো. রাকিব (২৫) ও আলামিন (২২)।