লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল হত্যার ঘটনায় আটক ৩
 
																
								
							
                                - আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে কাজির দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে তাদের ঢাকার একটি জায়গা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো বাহার উদ্দিন,মোবারক হোসেন ও তুষার ইসলাম। আটককৃত তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত তিনজনই হিরালাল দেবনাথ হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া কি কারনে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানার জন্য আটককৃতদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারী দোকান রয়েছে। দোকানের কার্যক্রম শেষ করে ৮ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে থেকে বাড়ির দিকে যাওয়ার পথে জুয়েলারী ব্যবসায়ী হিরালাল দেবনাথকে চুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা।
এঘটনায় পরেরদিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে নানা কর্মসুচি পালন করে সংখ্যালঘুরা।
 
																			


















