ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

- আপডেট সময় : ৪১৮ বার পড়া হয়েছে
ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট। অনুমোদনহীন এই রেস্টুরেন্টের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ। যে কোন সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিলো।
„
ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট বৃহস্পতিবার অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
এসময় গ্যাস সিলিন্ডারে লিকেজ পায় আদালত। যা থেকে অগ্নিকান্ডের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলো। এই অবৈধ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা কওে মোবাইল কোর্ট।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, রেস্টুরেন্টগুলোয় অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে গ্রিন রোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অভিযান চালানো হয়।
হাসপাতালটির ছাদে অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছিল।
অভিযানের সময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।