শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও পদ্মা সেতু অবরোধ
- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
শরীয়তপুরকে পরিকল্পিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলার সর্বস্তরের মানুষ জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ‘জাগো শরীয়তপুর’ আয়োজিত মানববন্ধন এবং পরে পদ্মা সেতু অবরোধে অংশগ্রহণ করেছেন।
১৪ অক্টোবর সোমবার সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ ব্যক্তি অংশ নেন। মানববন্ধনের পর সকাল ১১টায় আন্দোলনকারীরা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা ঘিরে অবরোধ শুরু করলে প্রায় এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন টোল প্লাজার পাশে আটকে পড়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, শারীরিক ও সামাজিক ভাবে শরীয়তপুর ঢাকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও বাণিজ্য সব ক্ষেত্রেই ঢাকার সাথে সংযোগ বেশি এবং পদ্মা সেতু চালুর পর ঢাকার দূরত্বও অনেকাংশে কমিয়েছে। সুতরাং জেলার স্বার্থে শরীয়তপুরকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখা উচিত। তাই ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, শরীয়তপুরের ২১ লাখ মানুষের প্রাণের দাবি ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা যাবে না। শরীয়তপুরের ইতিহাস-ঐতিহ্য আলাদা। প্রশাসনিক পুনর্বিন্যাসে আমাদের জেলার প্রতি অবিচার মেনে নেওয়া হবে না। আমাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবো। এরপর আমরা প্রয়োজনে পুরো পদ্মাসেতু ব্লক করব।
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির বলেন, ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র আমরা মেনে নেবো না। দাবি উপেক্ষা করলে আন্দোলন তীব্র করা হবে।
জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু দিয়ে বলেন, “প্রশাসনিক মূল দপ্তরগুলো ঢাকায় অবস্থিত। যদি জোরপূর্বক শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে আমাদের দাবি গুরুত্ব না পেলে আর শান্তিপূর্ণভাবে থাকবো না। প্রয়োজন হলে পদ্মা সেতু ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের সঙ্গে চাঁদপুর-শরীয়তপুরের সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেব।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম এবং ফরিদপুরের দূরত্ব বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিক কাজসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। শরীয়তপুরের সঙ্গে ঢাকার বন্ধন অটুট রাখতে চান জেলার বাসিন্দারা। তাঁরা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবি তাঁদের। তাই সরকারকে অনুরোধ করবো আমাদের প্রাণের দাবি শরীয়তপুরকে ঢাকা সাথেই রাখতে হবে।



















