শরীয়তপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারনায় মটরসাইকেল র্যালী
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী সমর্থক ও দলীয় নেতা কর্মিদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে শরীয়তপুর। প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনার পাল্লা দিয়ে গণসংযোগ মিছিল মিটিং করছে রাজনৈতিক দলগুলো।
শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট বাজারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর ১ আসনের মনোনিত প্রার্থী মুফতি তোফায়েল আহমাদ কাসেমী নির্বাচনী প্রচারনা গণসংযোগ করছেন বিরামহীন ভাবে। ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাইছেন তিনি।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে জেলা শহর জুরে সাদখোলা মাইক্রো ও মটর সাইকেল শোভায় নির্বাচনী মিছিল বের করা হয়েছে। প্রার্থীকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা ও নির্বাচনী শরীয়তপুর ১ আসনের নেতা কর্মিরা এই মটর সাইকেল নির্বাচনী মিছিলটি জেলা শহরের আঙ্গারিয়া বাজার থেকে শুরু করে মনোহর বাজার হয়ে জেলাশর প্রদক্ষিণ করে প্রেমতলা হয়ে কোর্ড চত্ত্বরে এসে শেষ হয়।
গতকাল শনিবার বিকেলে বের হওয়া উৎসবমুখর এই মটর সাইকেল মিছিলে সাদখোলা গাড়িতে দাড়িয়ে প্রার্থী মুফতি তোফায়েল আহমাদ কাসেমী তার প্রতিক হাতপাখা হাতে নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন । এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বলতে থাকেন চরমনাই পীর সাহেবের সালাম নিন হাতপাখায় ভোট দিন। তোফায়েল ভাইয়ের সালাম নিন হাতপাখায় ভোট দিন । সন্ত্রাস চাদাবাজ রুখে দিন হাত পাখায় ভোট দিন ইত্যাদি ইত্যাদি ।
মটর সাইকেল মিছিল শুরুর আগে আঙ্গারিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ প্রার্থী মুফতি তোফায়েল আহমাদ কাসেমী বলেন, বিগতদিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সকলেই বাংলাদেশের মানুষের স্বপ্ন পুরন না করে প্রতারনা করেছে। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে।বর্তমানে সময় এসেছে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার । ইসলামের হুকুমতে দেশ পরিচালিত হলেই অপরাধ থাকবে না । দেতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই যেখানে সেখানে ভোট না দিয়ে বিবেক দিয়ে ভোট দিতে হবে । আল্লাহর সন্তুষ্টির জন্য ভাল প্রার্থীকে ভোট দিতে হবে । তিনি দেশবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিক হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি আরো বলেন আল্লাহর রহমতে আল্লাহর সন্তুষ্টির জন্য দেমের মানুষের দাঢিত্ব নিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এসেছে। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে।
অনুষ্ঠিত এই পাতপাখার মিছিলে অংশ নেন অন্যদের মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ কেয়ামত আলী,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবীব ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ।




















